- না পারলাম নিজের স্বপ্ন পূরণ করতে, না পারলাম মা-বাবার স্বপ্ন পূরণ করতে, সব দিকে আমি বরাবরের মতো ব্যর্থ। আমার ব্যর্থতায় ৭ম বারের মত যোগ হল। আমি অযোগ্য ডিফেন্সের চাকরির জন্য, আমার বড় ভুল ছিল ডিফেন্সের মায়াটা আমার রক্তে জড়ানোটা যার ফলে আমি আজ মানসিক ভাবে অসহায় । ভাগ্যের সাথে বয়সটাও বেইমানী করে ২০ পার হয়ে যাচ্ছে আর মাঠ পাবো না।😓💔 #sad #defense