কোনদিন ভুলতে পারবনা,,,মন থেকে কোনদিন ক্ষমা করতে পারবনা। অনেক মানসিক যন্ত্রণা পেয়েছি। যা ওই সময়ে একটা মায়ের জন্য খুব খারাপ। বাচ্চার জন্য আরো বেশি খারাপ! মা বাবা ভাই আর বোন যদি মেন্টাল সাপোর্টটাও ফোনে ফোনে না দিতো তাহলে হয়তো মা হওয়াটা আরো অনেক কষ্টের হত। প্রতিটা মুহূর্তে আমার মনে পড়ে ৪ বছর আগের কথাগুলো। ,,,এই কষ্ট কেউ কোনদিন ভুলাতে পারবে না। 😪