info
মনে করেন- কাউকে অনেক সুন্দর লাগছে। আপনি বললেন- 'ওই রকম দামি মেকআপ করলে সবাইকেই সুন্দর লাগে'। মনে করেন- কেউ পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। আপনি বললেন- আমি ও উনিশশো কটকটি সালে জিপিএ-৫ পেয়েছিলাম। মনে করেন- কেউ একটা গাড়ি কিনেছে। আপনি বললেন- আমার চাচার সমুন্দির নাতির ছেলের বন্ধুর ও সেম গাড়ি আছে, নাথিং নিউ। মনে করেন- কেউ একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছে। আপনি বললেন- পকেটে টাকা থাকলে আমি ও যাইতে পারতাম, নাথিং নিউ। মনে করেন- কেউ একটা দামি লাক্সারি ব্যাগ,জুতা বা জামা কিনেছেন। আপনি বললেন- এরা এত টাকা কই পায়? সন্দেহের বিষয়! এই ধরনের বিহেভিয়ার কে বলে- 'Not letting others 'having their moment'. পৃথিবীটা খুব ই কঠিন, এইখানে আপনি আমি তুমি তোমরা-আমরা সবাই সারাদিন নানা পথে নানা রকম ভাবে স্ট্রাগল করে যাচ্ছি - just to have our moment, those small moment that makes us the happiest, those little moment that makes all of our sleepless nights worth living. যে মেকআপ করে, সে হয়ত ঘণ্টার পর ঘণ্টা মেকাপ শিখছে সুন্দর মেকআপ করার জন্য। যে স্টুডেন্ট সে হয়ত রাত দিন পড়ছে অই জিপিএ-৫ টা পাওয়ার জন্য। যে গাড়ি কিনেছে, সে হয়ত ৪/৫ বছর ধরে টাকা জমিএয়ছে গাড়ি টা কেনার জন্য। যে ঘুরতে গিয়েছে, সে হয়ত রাত দিন কাজ করেছে, একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য। যে লাক্সারি জামা, ব্যাগ কিনেছে- সে হয়ত একসময় ছেঁড়া জামা সেলাই করে পড়ে সলিড ক্যারিয়ার দাড় করিয়েছে। এবং দিন শেষে 'they are having their moment' and you literally have zero idea how much they have to struggle for it. Congratulate them, let them have their 'moment'. It's their moment,not yours. আপনি যখন অন্যের সুখ, সাফ্যল্যের মুহূর্তের ভেতর ঢুকে নিজেকে তুলনা করছেন, তখন মনে হয়- অন্যের বিয়ের প্যান্ডেলে নিজে 'বউ' সেজে গিয়েছেন । বিয়ের প্যান্ডেলে আমরা একটা বউ দেখতে চাই, যার বিয়ে শুধু তাকেই বউ সাজে দেখতে চাই, আর কাউকে না। Don't behave like this , this is such a 'POOR' behaviour in every language. ♥️ #onthisday #happylife_happymoment #onthisday❤️❤️❤️ #unfrezzmyaccount🙏 @TikTok Bangladesh
Duration: 17 sPosted : Sat, 06 Apr 2024 19:01:28Views
7.5KDaily-
Likes
212Daily-
Comments
6Daily-
Shares
1Daily-
ER
2.91%Daily-
Latest