আমার একটা ইচ্ছার কথা শেয়ার করি আপনাদের ।নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি ল’ ডিপার্টমেন্টে বা ল এন্ড মুটিং সোসাইটি ক্লাবে অনেক ট্রফি দেখতাম অনেকে সিনিয়র ভাইরা বলতো তাদের ট্রফি উইন হওয়ার গল্প অনেক আবেগ ভরা ছিলো স্টোরিতে তখন থেকে ইচ্ছা ছিলো যদি নেক্সট আবার Sports আয়োজন করা হয় তাহলে খেলবো প্রায় ২ বছরের বেশি হয়ে গিয়েছিলো কিন্তু এই দিন আর আসেনা অবশেষে শুনতেছিলাম আমাদের বিশাল বড় ইভেন্ট আসতেছে (law department 10y anniversary Celebration )সেখানে ফুটবল,ক্রিকেট,ব্যাডমিন্টন,chess ,আরও অনেক খেলার প্রতিযোগিতা ছিলো ।তারপর আমি ফুটবলে ফর্মফিলাপ করলাম যেহেতু আমি ডিফেন্সে ভালো খেলি । তারপর অডিশনে টিকে গেলাম সব থেকে বড় ব্যাপার ছিলো এতো ভালো ভালো টিম আমার টিমমেটরা চিন্তা করতেছিলো কোনোমতে ১/২ টা উইন হইতে পারলে ইজ্জতটা রাখা যাবে একমাত্র আমি বলেছিলাম যে আরে আমরা ফাইনাল জিতবো দেখিছ। সবাই বলে রুহুলের কনফিডেন্স ভালোই আছে (মজা করে ) তারপর প্রথম ম্যাচেই আমার পা ,মাথা ইনজুরি হয়ে গেছে এই ইনজুরি নিয়ে সব গুলো ম্যাচ উইন হয়ে ফাইনালে উঠি ।তারপর আমাদের ফাইনালে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (MP) এবং মাশরাফী বিন মোর্ত্তজা (MP) এরা ২জন আমার প্রিয় মানুষ তাদের থেকে ট্রফি নেওয়ার ভাগ্যটা আসলেই অন্য রকম কাজ করতেছিলো তারপর সবাই সবার চেষ্টায় ফাইনালও উইন হই । আসলেই অন্য রকম ভাবে অবাগ হওয়ার মতো সময়টা যাচ্ছিলো যে কিভাবে কি ? ট্রফি সেলিব্রেশন করার মূহর্ত প্রচার হয় ৮/৯ টা টিভি চ্যানেলে । ট্রফি সব জায়গায় দেওয়া হয় কিন্তু সেটার মূল্যায়ণ হয় জায়গা অনুযায়ী তারপর আমাদের ট্রফিটাও বড়ভাইদের রেখে যাওয়া স্মৃতির এখানেই সাজায় রাখা হলো । দেখতে দেখতে দিন চলে যাচ্ছে বেশিদিন হয়তো নাই ইউনিভার্সিটিতে আমিও থাকবোনা থাকবে আমাদের রেখে যাওয়া সেই স্মৃতি গুলা । একদিন আমরা যখন আসবো তখন আমরাও ছোট ভাইদের শুনাবো এই গল্প