info
অনেক সময় ছোট বাচ্চার মা যখন বাচ্চাকে শাসন করেন তখন অনেকে বাচ্চাকে অাদর দেখিয়ে বলেন, "মাম্মি বকেছে, মাম্মি পচা ওকে মেরে দিবো। " অামার মনে হয় এ অাদর বাচ্চার জন্য চরম ক্ষতি। কারন ছোট বাচ্চাটির ব্রেনে ঢুকে গেলো যে অামি রাইট অার মাম্মি ভুল অথবা মাম্মি অামাকে ভালোবাসেনা। অাপনি হয়ত চাচ্ছেননা অাপনার বেবি চিপস অথবা বাইরের খাবারে অভ্যস্ত হোক, ঠিক এমন সময় অাপনার কাছের কেউ অাপনাকে ধমক দিয়ে বাচ্চার হাতে চিপস ধরিয়ে দিলো। বাচ্চার ছোট্ট মনে তখন গেথে গেলো মাম্মি পচা, অামাকে খেতে দিতে চাইনা। অথচ ওই খাবারটির জন্য যদি বাচ্চাটির কোন ক্ষতি হয় তবে সবচেয়ে বেশি ভোগান্তি হয় তার মায়ের। অামরা বাচ্চার মায়ের ক্লান্তিকে, নির্ঘুম রাতকে, মানসিক চাপকে কখনও গুরুত্ব না দিয়ে বাচ্চাকে মাঝে মাঝে ভুল কাজে সাপোর্ট করে অনেক সময় বাচ্চার কাছে হিরো হয়ে যায়, কিন্তু নিজের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে যে মা বাচ্চাটিকে বড় করছে সে হয়ে পড়ে ভিলেন। অার বাচ্চা মনে মায়ের প্রতি অভিমান পুষতে পুষতে হয়ত মায়ের থেকে তার মনের দুরত্ব অনেক বেড়ে যায়। মায়ের প্রাপ্তির খাতা বরাবরই অনেক বড় শূণ্য। অামি বলছিনা মায়েদের ভুল হয়না। ছোট্ট বেবিদের পালতে যেয়ে ক্লান্ত মা হয়ত বেবির প্রতিও ভুল করে ফেলে। কিন্তু ভুলেও কারো উচিত না বেবিদের সামনে মাকে ভুল প্রমান করা। বেবির মাকে অাড়ালে বুঝিয়ে যদি বলা হয় সে ভুল করছে, তার ভুল সন্তানদের ক্ষতির কারন হবে। অামার মনে হয়না কোন মা সন্তানের ক্ষতি করবে। বাচ্চার মাকে তার ত্যাগের জন্য সকলেরই সম্মান করা উচিত। যদি সেটুকু অামরা না পারি তবে প্লিজ কেউ যেন তার সন্তানের মনে তার প্রতি নেগেটিভ মনোভাব তৈরি না করি। একজন সন্তানকে বড় করতে একজন মা যে পরিমান ত্যাগ করেন, সন্তানরা যদি মায়ের প্রতি ভুল ভাবনা নিয়ে বড় হয়, তারচেয়ে বড় কষ্ট আর নেই🙂#foryou #foryoupage
Duration: 13 sPosted : Tue, 06 Jun 2023 05:06:16Views
16.4KDaily-
Likes
430Daily-
Comments
11Daily-
Shares
8Daily-
ER
2.74%Daily-
Latest