-খুব ভালো লাগে তখন, যখন কেউ অধিকার দেখিয়ে বলে না মানে না, আমি যা বললাম তুমি তা করবে। -খুব ভালো লাগে তখন, যখন কেউ ভুলকে দরিয়ে দিয়ে ঠিক'টা শেখায়। -কোনো কারণে রাগ করলে,উল্টো রাগ না দেখিয়ে শান্ত ভাবে বোঝায়, কষ্ট পেলে বোঝায়, অজানা কোনো এক ম্যাজিকে সমস্ত মন খারাপ এক নিমিষেই ঠিক করে দেয়। -আমার সকল পাগলামো সহ্য করে, ভরসা দেয় কিছু হবে না আমি আছি। -ঝগড়া করে আবার সম্মান ও দেয়। রাগায় আবার উল্টো রাগ ও দেখায়। -আবদার করে আবার আমার বোকা বোকা আবদার গুলো ও রাখে।😌🖤🌸 -কিন্তু বাস্তবতা হলো এরকম বলার মতো মানুষ সবার ভাগ্যে থাকে না/💔 #foryoupage #am #foryou #4kedit #feelthis #lyrics #fypage #song #fyp #brokenheart #sadstory #viralvideo #fypシ #queen_of_mah_heart💖 #foryoupage