মেয়ের মা হওয়া সহজ নয় 🥹 একদিন এই রাত জাগার অবসান হবে। আমার মেয়েটা নিজে নিজে ঘুমানো শিখে যাবে। রাত-বিরাতে কোলে ওঠার বায়না করার বদলে মায়ের যেন ঘুম না ভাঙে, সে আশঙ্কায় পা টিপে টিপে হাঁটা শিখে যাবে। দেখতে দেখতে আমার মেয়ে আমার ঘর ছেড়ে অন্যের ঘরের ঘরণী হয়ে চলে যাবে 😥 পড়ে রইবে আমার ক্লান্ত রাত্তির , ফাঁকা বিছানা, শূন্য কোলখানি....😔 একটা মা ই জানে,, মেয়েদের জীবন কিভাবে শুরু হয়,কিভাবে যায়💔 কন্যার মা হওয়া একটা ভয়ংকর অভিজ্ঞতা,,😔😔 Alla#collectedrik Lahu♥️