info
আমাদের সর্ম্পক ৪বছর চলচ্ছে বিয়ার আগে আমার পরিবার আমাকে আশ্বাস দিয়েছে , আমার পছন্দই তাদের পছন্দ । আমি অনেক দিন যাবৎ আমার বাবা-মা কে বলসি তাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে কিন্তু তারা আমার কথার কোনো দামই দেইনি ।শেষমেষ একা শশুড়িকে জানালাম আমি ওকে বিয়া করতে চাই , তারা মুখের ওপর না করে দেন,১বছর পর আমার ওয়াইফ এসএসসি এক্সাম দেয়।আমার শ্বশুর বাড়ি থেকে লোক আমার বাসায় যান আর আমাকে ওর থেকে দূরে সরেযেতে বলে, আরও বলে যান কিছু দিন মধ্যেই তাদের মেয়েকে গ্রাম এ নিয়া বিয়া দিবে যদিও আমি বাসায় ছিলাম না সব কথা আমার আম্মুর সাথেই হয় বাসায় আসারপর এসব শুনে আমার দিনদুনিয়া এলোমেলো হয়েগেল পরিবার থেকে কোন হেল্প পেলামনা । প্রিয় মানুষটাও সাফসাফ বলে দিল পালাবে না তার পরিবার ভালবাসা ২টাই চাই ,কিছু দিন পরই চলে গেল গ্রামে সব যোগাযোগ হয়ে গেলো বন্ধ আমি হয়ে গেলাম একা, কী করবো একা একা কিছু বুঝতে পারতেছি না - আর থাকতে না পেরে,মার অনুমতি নিয়ে চলে গেলাম তার গ্রামে কিন্তু কোন লাভ হলোনা খালি হাতে ফিরতে হয়েছিল একনজর দেখার সুযোগও হয়নি অনেক অসহায় লাগতেছিলো নিজেকে । আবার ঢাকা এসে পোরলাম শুরু হলো এক জীবন । চলে গেলে চোখের ঘুম পেটের খিদে দিন রাত আল্লাহ কাছে চাইতে লাগলাম।১সপ্তাহ পর একদিন রাতে অচেনা নামবারএ কল দিয়ে বললো কাল আমাকে এসে নিয়া যাবা।পরের দিন বাবা মাকে নাজানিয়ে আবার গেলাম তার গ্রামের বাড়ি নিয়া আসলাম সারা জীবনের জন্য আমি অনেক খুশি ছিলাম কিন্তু বেশি ক্ষনের জন্য নয়,বাবা মা আমার সাথে পোল্টি কোনো রকম রাতে কাবিন করলাম রাত টুকু ঠাঁই পেয়ে ছিলাম বাবা মার কাছে পড়ের দিন থেকে শুরু আমাদের একা জীবন ১দিনের মদ্যে একটা বাসা ভাড়া নেই শুরু হয় আমাদের ছোট্ট সংসার আলহামদুল্লাহ এখন আমরা অনেক ভালো আসে কিন্তু একটা কষ্ট সারাজীবন থেকে যাবে, যারা আশ্বাস দিল তারাই ছুড়ে ফেললো আর যারা বলেছিল মেয়ে একা চলেগেলে কোনোদিন পরিচয়ও দিবে না তারাই আজ আমাদের মেনে নিয়েছে, অথচ আমি বোকার মতো ভাবতাম সবাই আমার পাশে থাকবে....!!😅 সবাই আমাদের জন্য দোয়া করবেন,আল্লাহ যেন আমাদের সব সময় ভালো রাখেন । #typ #vairal #foryoupage #lifestory #lovestory #zaraprio #prio
Duration: 0 sPosted : Tue, 26 Mar 2024 09:03:09Views
1.1MDaily-
Likes
73.3KDaily-
Comments
1.4KDaily-
Shares
1.2KDaily-
ER
6.90%Daily-