আমার অনুপস্থিতি যদি কাউকে ভাল রাখতে পারে, তাহলে আমি আর উপস্থিত হয়ে কারো খারাপ থাকার কারণ হতে চাই না। ভাল থাকবেন ভাল বাসার মানুষ গুলো ভালথাকবেন সবাই। সবচেয়ে বেশি ভাল থেকো তুমি। দোয়া রইলো প্রিয়। অবহেলা বড্ড বেশি ছিল তাই অভিমান জমেছে অনেক বুক ভরা চাপা কষ্ট ছেড়ে দিলাম এই জগৎ যদি কখনো কষ্ট ভুলে হতে পারি স্বাভাবিক ফিরে আসবো এই ভালবাসার মানুষদের মাঝে আবারো সেদিন ভাল থাকবেন সবাই ততদিন। #h_m_monir #stylish_not_smart