আলহামদুলিল্লাহ ৫০ হাজার সাবস্ক্রাইবার ❤️ প্রায় ৪ বছরের ধৈর্য্য এবং গত ১.৫ বছর চ্যানেলের কাজ মন দিয়ে করেছি তারই ফল এটা। জার্নিটা একদমই সহজ ছিলো না,এবং এখনও সহজ নয়। আমি পুরোদস্তুর সংসারী মানুষ ইংরেজিতে হাউজওয়াইফ আরকি। তারউপর ২ বাচ্চার মা। সংসার ,আমার পড়াশোনা আবার মেয়ের পড়াশোনা সাথে সংসারের আরও টুকিটাকি অনেক কাজই থাকে ,সবই করি। সাথে আমার শখের কাজটাও করার চেষ্টা করি নিয়মিত। সময় ম্যানেজ যে আমি কিভাবে করি আমি নিজেও জানিনা ,তাও হয়ে যায়। প্রথম প্রথম শখের বসে চ্যানেল খুলি। আর তখন অনেক জগাখিচুড়ি টাইপ ভিডিও বানাই। একটু ইন্ট্রোভার্ট কিনা। অনেক কিছুই করি প্রথম প্রথম। পরে সেটা আমার নিজেরও ভালো লাগতো না। তারপর আবার একটু ব্রেক নেই তারপর আবার সেই জগাখিচুড়ি টাইপ ভিডিও বানাই। তারপর আমি বুঝলাম আমি যেই কনটেন্ট বানাই সেটা তো আমার নিজেরই ভালো লাগে না ,অন্যদের আর কি ভালো লাগবে..? তারপর আমার হাজবেন্ড বললো তুমি তো টুকটাক কতো কিছু বানাও সেগুলো শেয়ার করতে পারো ,তারপর ভেবে দেখলাম মন্দ হয়না ব্যাপার টা। ধীরে ধীরে ক্রিয়েটিভ কাজে মনোযোগী হলাম,আর দিনশেষে আমারও ভালো লাগতে শুরু হলো আমার কাজ। বেস এভাবেই আমি আমার নিজের কাজের প্রেমে পড়ে গেলাম। হয়তো সবসময় একদম পারফেক্ট আর বেস্ট হয়না তাও আমি খুশি। আর আমার এই খুশির পেছনে আরও একটা বড় অবদান তোমাদের ,যারা কিনা আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছো ,আমার কাজকে এপ্রিশিয়েট করছো। তোমরা না থাকলে তো আমি এখানে আসতেই পারতাম না। তাই তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লক্ষ্যে এখনো পৌছাতে পারিনি...... গন্তব্য এখনো বহু দূর যাবার , শুধু তোমরা সাথে থেকো আর এভাবেই আমাকে ভালোবেসো ❤️ অবিরাম ভালোবাসা নিও 🥰