info
আজকে শশুর আব্বু কে অনেক কথা শুনাইছি এখন অনেক কষ্ট হচ্ছে আমার😟 আমরা ৩ জন জা ঘরে আমার শশুর কি পারে আম কিনে তার দুই বউকে দিতে, আমি কিন্তু পরিবারের ছোট্ট বউ, আমি যখন কথা শুনাইছি তখন আমার জা বলে তাদের বাচ্চা আছে তাদের আম দিছে আমার বাচ্চা হয়নি বলে আমাকে দেইনি আচ্ছা এটা কোনো কথা আমার বাচ্চা নাই বুজলাম আমার কি খাওয়ার মতো মুখ ও নাই, এই কথা বলাতে আমার জা বলে আমি তাদের বাচ্চা নিয়ে হিংসা করি গাধির মতো কথা টা বল্ল কেমনে এটা ভাবতেছি, আমি তাদের বাচ্চাকে অনেক মায়া করি, যাইহোক আমার হাসবেন্ড ঘরে বসে সব কথা শুনে আমাকে একটা কথা ই বলছে, শুনো মুনা তোমার আমি ছাড়া এই পরিবারে কেউ আপন নাই কথাটা মনে রাখবা তাহলে আর কোনো বিষয় কষ্ট পাবে না 😔এই কথা বলে বাজার থেকে ৩কেজি আম নিয়ে আসছে, আমার হাসবেন্ড হয়তো ভাবছে আমি আম খাওয়ার জন্য এমন করছি যেহেতু আমি গর্ভবতী মনে চাইতেই পারে। কিন্তু না আমি ও যে এই পরিবারের বউ ওইটা ই তাদের বুজাইতে চাইছি, যাইহোক আম কিন্তু আম শশুর শাশুড়ী কে দিয়ে ই খাইছি, আর খাওয়ার সময় শশুর বলে তার কাছে টাকা ছিলো না নয়তো আমাকেও আম কিনে দিত,আমি কথাটা শুনে মুচকি হেসে চলে আসছি, সত্যি বিবাহিত একজন মেয়ের স্বামী ছাড়া কেউ আপন না কেউ না 😭#পাহারি_বউ #fav #viralvideotiktok
Duration: 18 sPosted : Tue, 06 Jun 2023 05:07:14Views
31.4KDaily-
Likes
1.3KDaily-
Comments
63Daily-
Shares
9Daily-
ER
4.38%Daily-