মদিনাকে আসার সময় শেষ কিছু কথা বলে এসেছি, সর্বপ্রথম কথা ছিল ধৈর্য্য 🥺আর সর্বশেষ কথা দায়িত্ব। এ দুটি পালন করতে অনেক কিছু সহ্য করতে হবে। দায়িত্ব এটা পালন করতে অনেকে অনেক ভাবে দেখবে,অনেক কথা বলবে। কারন পরিবারে সবাই এক রকম নয় এক একজন এক এক রকম।সবার মন পাওয়া সম্ভব নয়।তবে এ ক্ষেত্রে যতোটা দায়িত্ব পালন করা যায় সামার্থ্য অনুযায়ী ততটাই করবি।দায়িত্ব পালন করলে সুনাম দুর্নাম দুইটাই শুনবি। কোন কস্ট মনে আসলে ধৈর্য্য পালন করবি ।আর ধৈর্য্যর প্রতিদান আল্লাহ অনেক অনেক ভালো প্রতিদান আল্লাহ লিখে রাখছেন।সময় হলে ঠিক দিয়ে দিবেন