আমাদের প্রত্যেকের অবচেতন মনে একজন মানুষ থাকে, যে আমাদের খুব পছন্দের প্রিয় মানুষ। যার কাছে আমাদের সময় চাইতে হয় না, একটু ভালোবাসার আবদার করতে হয় না। যে মানুষটা আমার পছন্দের রঙটা চেনে, আমার মন খারাপের গানগুলো শোনে, সে আমায় ভালোবাসে। এমন একজন মানুষকেই আমরা এই শহরে খুঁজে বেড়ায়। যদি কারো প্রতিবিম্বে আমরা তার বিন্দুমাত্র ছোঁয়া পাই, তবেই তাকে আমরা ভালোবেসে ফেলি। কখনো সেই প্রতিবিম্বটা হুবহু মিলে যায় না, কখনো কেউ পারফেক্ট হয় না। কিন্তু সে মানুষটা পারমানেন্ট হয়ে যায়, মনের মাঝে। মনের সাথে মন মিলে গেলে নাকি কোনো ভুল চোখে পড়ে না। আসলে কি জানেন, মনের মতো মন পাওয়া যায়, মানুষ নয়। সে তো অমিল থাকবেই। আমরা আসলে মন খুঁজি, মানুষ খুঁজি না। আমরা একটা ছাঁয়া খুঁজি, ছোট থেকে জমিয়ে রাখা দুঃখগুলো বলার মতো একজন প্রতিবিম্ব খুঁজি। একজন মন ভাঙা মানুষ খুব সহজে আরেকজন ভেঙে যাওয়া মানুষের গন্ধ, চট করে চিনে ফেলে, হাজারো চাকচিক্যের আড়ালে বুঝে ফেলে, তার সাথে আমার মনের মিল আছে। তখন চোখের রঙ, পোশাকের ধরণ কিংবা বাঁকা দাঁতের হাসি চোখে পড়ে না। তখন চোখে পড়ে শুধু, আমি তারে ভালোবাসি। আমার এই মানুষটাকে বড্ড দরকার। সে আমায় বুঝবে। আসলে আমরা মানুষরা সব বুঝি। আমাদের ভাবনা চিন্তায় ভুল বোঝাবুঝি টা একটু বেশি। আমরা ভুলকে নিয়ে বাস করতে চাই, একসময় যাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতো, এখন তাকে দূরে ঠেলে দিতে ভালোলাগে। নিজের ছাঁয়াকে দূরে ঠেলে দেওয়া যায় না, হয়তো আজ আঁধারে মিশে আছে। কিন্তু কাল সকাল হয়ে সবার আগে, সে আপনার পাশে এসে দাঁড়াবে। মনের মিলে, সবটা মিলে যায়, দু চোখের জল, ভাঙা চুড়ি, কপালের ঘাম, আর একটা ছেলের হাসি কখনো মিথ্যে হয় না। সে আপনাকে ভালোবাসে বলেই আপনি তার প্রতিবিম্ব। #foryou #foryoupage #sathihasan #sathiahmed #bdtiktokofficial #favourite #bdtiktokofficial #bdtiktokbangladesh #unfrezzmyaccount